Advertisements

শিরোপা খরা ঘুচালেন গলফার জামাল

চার বছর পর শিরোপা খরা ঘুচালেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। ভারতে অনুষ্ঠিত এক কোটি রুপির ইভেন্ট আহমেদাবাদ ওপেনে (৩৩-৩৬-৬৯-৭০) ফাইনাল রাউন্ডে দুটি আন্ডার ৭০ স্কোরে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

২০১৯ সালের পর প্রথম ও ক্যারিয়ারের চতুর্থ পিজিটিআই টাইটেল জিতলেন জামাল। এই জয়ে টাটা স্টিল পিজিটিআই র‍্যাংকিংয়ে ২১তম স্থান থেকে ১৬ ধাপ লাফিয়ে পাঁচে উঠে গেছেন তিনি।

শিরোপা খরা ঘুচালেন গলফার জামাল

৩৮ বছর বয়সী জামাল বলেছেন, ‘আমি আমার ওয়েজেস ও চিপ শট খেলেছি দারুণভাবে। খারাপ শুরুর পরও আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম। তারপর কেবল খেলাতেই মনোনিবেশ করেছিলাম। আমি এই জয়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম।’

তার সাফল্যের পেছনে যাদের সমর্থন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান জামাল। তিনি বলেন, ‘আমার হোম কোর্স কুর্মিটোলা গলফ ক্লাব ও বাংলাদেশ গলফ ফেডারেশনকে তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমার স্পন্সরের প্রতিও কৃতজ্ঞতা জানাই ১৪ বছর ধরে তারা আমাকে সমর্থন দিয়েছে। আমার পরিবার ও বন্ধুরাও আমাকে অনেক উৎসাহ দিয়ে গেছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Related Posts

Advertisements
Advertisements

Popular Posts

Advertisements