Advertisements

ঢাকায় এশিয়ান ট্যুর গলফে সিদ্দিকুরের দারুণ দিন

সিদ্দিকুরের আরকেটি আত্মবিশ্বাসী শট
আজ যেভাবে খেলেছেন, বাকি দুই রাউন্ডও সেভাবে খেলতে চান সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ড শেষে বলেছেন, ‘সত্যি একটা ভালো দিন কেটেছে। একটু চাপে ছিলাম। তবে আমি নিজের খেলার দিকে মনোযোগ দিয়েছি। বাকি দুই দিনও এভাবে খেলতে চাই। বাকিটা কী হবে আমি জানি না।’

দ্দিকুরের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন থাইল্যান্ডের কোসুকে হামামোতো। দিন শেষে নিজের খেলা নিয়ে বলেন, ‘আজ খুবই দুর্দান্ত একটা রাউন্ড কেটেছে আমার। বেশ কিছু ভালো শট খেলেছি। ভালো সেভও করেছি। আমার খেলা নিয়ে খুব খুশি আছি। কোচ যে সঠিক নির্দেশনা নিয়ে কাজ করেছেন, সেটা থেকে সাফল্য পাচ্ছি।সপ্তাহ শেষে আমি শুধুই উপভোগ করব এটা। এরই মধ্যে আমি কার্ড নিশ্চিত করেছি, যেটা কয়েক মাস আগেও সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল আমার জন্য। কিন্তু এখন আমি নিশ্চিন্ত এবং কাল খেলাটা শুধুই উপভোগ করতে চাই। ’প্রথম রাউন্ড শেষে শীর্ষে থাকা থাইল্যান্ডের ইত্তিপাত বুরানাতানিয়ারাত তাঁর অবস্থান ধরে রেখেছেন। তিনিই আছেন শীর্ষে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Related Posts

Advertisements
Advertisements

Popular Posts

Advertisements