গলফ ম্যাচের গুরুত্বপূর্ণ শট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এই সময় দেখলেন আপনার পায়ের কাছে চুপচাপ বসে আছে বড়সড় একটা কুমির! অনুভূতিটা কেমন হবে? এরকমই এক ঘটনা ঘটেছে ইংলিশ গলফার ইয়ান পল্টারের সাথে।
আরবিসি হেরিটেজ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ১১ তম শট খেলার প্রস্তুতি নিচ্ছিলেন পল্টার। একটু পর লক্ষ্য করলেন, পাশের জলাশয় থেকে কী যেন একটা মুখ উঁচু করে আছে। আরেকটু কাছে গিয়ে তো তাঁর চোখ কপালে ওঠার জোগাড়। আরে এ তো বিশাল এক কুমির! পল্টার জানালেন, তখন কিছুটা ভয়ই পেয়েছিলেন, “সাধারণত কুমিররা পাশ কাটিয়ে সাঁতরে চলে যায়। এটা কিন্তু খুব কাছেই চলে এসেছিল মাঠের! একটু হলেই তো আমার পায়ের ওপরই উঠে যেত!”
অনেক চেষ্টা করেও কুমিরটাকে তাড়ানো যাচ্ছিল না। পল্টার কয়েকবার গলফ স্টিক দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন বটে, তবে কুমিরটা মোটেও তোয়াক্কা করেনি। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। শেষ পর্যন্ত আরেকজন এসে পানিতে কয়েকবার স্টিক দিয়ে আঘাত করলে কুমিরটা দৌড়ে পালিয়ে যায়।