Advertisements

গলফের বার্ডি ও বগি-র অর্থ কি?

আভিজাত্যের খেলা গলফের নিয়ম-কানুন অনেকেই হয়তো জানেন না। জানলে এই খেলার প্রেমে যে কেউই পড়ে যাবেন। আজ গলফের বার্ডি ও বগি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

বার্ডি ও বগি দুটো শব্দটি ব্যবহার করা হয় গলফ খেলায়। পারের চেয়ে এক স্ট্রোক কম খেলাকে বলা হয় বার্ডি। অন্যদিকে পারের চেয়ে এক স্ট্রোক বেশি খেলাকে বলা হয় বগি। ফুটবল যেমন গোলের খেলা, ক্রিকেট যেমন রান ও উইকেটের খেলা গলফেও তেমন জয়-পরাজয় নির্ধারিত হয় কত কম শট খেলে সবগুলো গর্তে বল ফেলতে পারে। গলফ ১৮ গর্তের খেলা। সবকটি গর্ত সম্পন্ন করতে নেওয়া হয় স্ট্রোক। ১৮ গর্তের জন্য সর্বমোট স্ট্রোক সংখ্যা ৭২ অথবা ৭১। এ স্ট্রোকের ভিত্তিতেই বিজয়ী নির্ধারিত হয়।১৮ গর্তের মধ্যে দশটাই থাকে ৪ শটের গর্ত, চারটা থাকে ৩ শটের গর্ত আর বাকি চারটা থাকে ৫ শটের গর্তের। পারের থেকে এক স্ট্রোক কম খেলার নাম বার্ডি। দুই স্ট্রোক কম খেলাকে ইগল, তিন স্ট্রোক কম খেলাকে ডাবল ইগল ও  চার স্ট্রোক কম খেলাকে বলা হয় কনডোর। কনডোর অর্থ শকুন। গলফে এই শব্দটি ব্যবহার করা হয়। এর অর্থ, দৃষ্টি শকুনের মতো। অন্যদিকে পারের থেকে বেশি শট বগি, ডাবল বগি ও ট্রিপল বগি বলা হয়।

যে গলফার যত বেশি শট খেলবেন, তিনি তত পিছিয়ে পড়বেন। এজন্য একজন গলফারের সব সময় টার্গেট থাকে বার্ডি করার দিকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Related Posts

Advertisements
Advertisements

Popular Posts

Advertisements